-->

Realme GT 2 Pro ফুল রিভিউ সত্যিই কি এখন পর্যন্ত Realme এর সেরা ফোন?


বন্ধুরা সত্যি কথা বলতে গেলে আমি এই ফোনটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম।এই ফোনটি রিয়েলমি এর সবচেয়ে শক্তিশালী ফোন। GT সিরিজ সবসময় পারফরম্যান্স সিরিজ হয়ে আছে। কারণ এই ফোনের পারফরম্যান্স সবচেয়ে ভালো। কিন্তু এই ফোনটি ফ্লাগশিপের বাইরে। শুধুমাত্র পারফরমেন্সই নয় আপনি যদি এই ফোনের ক্যামেরা দেখেন, ডিসপ্লে দেখেন, তারপর আরো ফিচার দেখেন সব দিক থেকেই এটি অনেক ভালো। আজকে আমি REALME GT 2 PRO নিয়ে যত কথা আছে সব বলব। এই ফোনটি আসলে চায়নায় লঞ্চ করা হয়েছিল।ইন্ডিয়ারও দরকার এই ফোন লঞ্চ করা।





•REALME GT 2 PRO UNBOXING:


এই ফোনটি একটি সাদা বক্সের মধ্যে রয়েছে ইন্ডিয়া লঞ্চ করার পর হয়তো এই বক্সের রং পরিবর্তন করে দেয়া হতে পারে।বক্সটি খোলার পর দেখা যায় একটি ডকুমেন্টারি দেয়া হয়েছে এবং সিম টুল দেয়া হয়েছে।এই ফোনের ব্যাক সাইড পুরোটাই সাদা।এই ফোনটি ধরার পর রিয়েলমি সেরা ফোন যেটা আছে সেটা ধরেছিলাম বলে অনুভব হয়েছিল।এরপর মোবাইলের জন্য একটি কালো রঙের কাবার দেওয়া হয়েছে। একাবারে রিয়েলমির ব্র্যান্ডিংয়ের নাম দেওয়া হয়েছে।


এই ফোনে যে চার্জারটি রয়েছে সেটি ৬৫ ওয়াটের চার্জার।এরপর ভিতরে আছে A ইউএসবি যা টাইপ A - টাইপ C পর্যন্ত। এ সবই আছে এই বক্সটার মধ্যে। এরপর যাওয়া যাক ফোনে কি আছে।





Realme GT 2Pro price in bangladesh


•REALME GT 2 PRO DESIGN AND LOOKS:


এ স্মার্টফোনটি উপরে ওই সাইজের একটি পলিথিন কাপড় দেওয়া হয়েছে। যাতে এটির উপর সহসায় ময়লা না পরে।পলিথিন কাপড় খোলার পর আঙ্গুলের নখ দিয়ে একটু ঘষা মারলে সামান্য কাগজ কাগজ মনে হয়।এটা এক ধরনের রিসাইকেল করা ম্যাটেরিয়াল। এই ফোনের পেছনে রিয়েলমি ডিজাইন করেছে তার সাইনও দেয়া হয়েছে। এটা দেখতে অন্য ধরনের ফোনের মত। এটা দেখতে অসাধারণ।




•REALME GT 2 PRO IN HAND FEEL:


এই ফোনটা শক্তিশালী সাথে সাথে আবার ৫০০০ mAh ব্যাটারি রয়েছে কিন্তু যখন আমরা এটিকে হাতে নিয়ে তখন তেমন ভারী মনে হয় না মনে হচ্ছে সাধারন একটা নরমাল হালকা ফোন। যখন আমি এটাকে হাতে নিয়ে ছিলাম তখন অসাধারণ লেগেছিল দেখতে। কিন্তু যখন আমরা এটার কালার পড়াই মোবাইলে তখন দেখতে তেমন সুন্দর লাগে না কারণ পুরো ব্যাক সাইট টা সাদা রঙের আর কাবার দিয়েছে কালোর রঙের। কেনো জানি মানায় না, মিলছে না। কাবার সহ থেকে কাবার ছাড়াই মোবাইলটি ভালো লাগে দেখতে।



Realme Gt 2Pro Full Review



•REALME GT 2 PRO BUILD QUALITY:


এ স্মার্টফোনটির গ্লাস গরিলা গ্লাস ভিকটাস দিয়ে তৈরি।আমি এ স্মার্টফোনটিকে কিছুটুকু উপর থেকে নিচে টেবিলের উপর ফেলেছিলাম কিন্তু এটার কিছুই হয়নি। কিছু কিছু লোক বলে যে ফোন নিয়ে বলার সময় মোবাইল ফোন কয়েক ফুট উপর থেকে নীচে ফেলান তাহলে দেখি ভাঙ্গে কি না ।কিন্তু ভাই এটা হয় না আপনি মনে করেন জিনিসটা যতই ভালো হোক না কেন বেশি উপর থেকে ফেললে একটু ক্ষতিতো হবেই ফোনে।পেছনে গরিলা গ্লাস ভিকটাস আছে, সাথে পেপারের মতো মেটেরিয়াল আছে এবং সাথে একটি মেটাল ফ্রেমও আছে।কিন্তু আপনি যদি সামনে মোবাইলের সামনের স্ক্রিন থেকে ফ্রেমটি দেখেন তাহলে ফ্রেমটি পুরনো পুরনো মনে হয় কিছুটা।মেটাল যে আছে সেটা ফোনের পাশ দিয়ে দেখা যায়।


ওজনের কথা বললে এর ওজন হতে পারে ২০০ গ্রাম এটা আমার মনে হচ্ছে আমি নিশ্চিত নই।কারণ এই ফোনে ৫০০০ mAh এর ব্যাটারি আছে তখনও এর ওজন বেশি হওয়ার কথা ছিল। কিন্তু হাতে নেওয়ার পরে মনে হয় না যে এর ওজন বেশি ২০০ থেকে ২৫০ গ্রাম হবে।কিন্তু যখন আমি ওজন মাপার যন্ত্র দিয়ে ফোনটিকে মেপে ছিলাম তখন এর ওজন ১৯৩.৩ গ্রাম আসে। এটি হাতে নিলে হালকা এবং পাতলা অনুভব হয়।








•REALME GT 2 PRO PORTS AND BUTTON:


এই স্মার্টফোনে ৩.৫ MM জ্যাক নেই। স্মার্টফোনের শব্দ দূষণ দূর করার জন্য মাইক আছে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে।এ স্মার্ট ফোনের সিম কার্ডের ট্রেও আছে। আরে সিমকার্ডের এটি হচ্ছে একটি ডুয়াল ন্যানো সিম কার্ড।






•REALME GT 2 PRO DISPLAY:


এই স্মার্টফোনটির ডিসপ্লে খুবই অসাধারণ। এটা REALME এর সর্বপ্রথম ফোন যেটায় 2k ডিসপ্লে আসে।এটি ৬.৭" ইঞ্চিয়ের বড় ডিসপ্লে।এর সাথে সাথে এই স্মার্টফোনে ১২০ Hz এর রিফ্রেশ রেট আছে।HDR 10+ সাপোর্টিং সহ LTPO অভিযোজিত রিফ্রেশ রেট আছে।এটার ৯২% বডি রেটিও ১৪০০ নিটস ব্রাইটনেস আছে। কিছু কিছু ফোনে আছে যেগুলোতে এক হাজারের বেশি ব্রাইটনেস আছে।কিন্তু ডিসপ্লের দিক থেকে বন্ধুরা এটা ফ্লাগগশিপ ফোন দিয়ে সম্পূর্ণ হয়ে আছে।







•REALME GT 2 PRO SPECIFICATION:


শুধুমাত্র ডিসপ্লের দিক দিয়ে নয় স্পেসিফিকেশনও এর ভালো।এটি SD8 GEN1প্রসেসর 4 nm।এছাড়াও LPDDR5 এবং UFS 3.1 সহ আসে।এই স্মার্টফোনের রেম ৮ জিবি LPDDR5 এবং রোম হচ্ছে ২৫৬ জিবি UFS 3.1স্টোরেজ। 


এই স্মার্টফোনের স্টোরেজ তিন ধরনের মধ্যে আসে।একটি হচ্ছে রেম: ৮ জিবি, রোম: ২৫৬ জিবি।দ্বিতীয়টি হচ্ছে রেম: ৮ জিবি, রোম: ১২৮ জিবি। তৃতীয়টি হচ্ছে রেম:১২ জিবি, রোম:৫১২ জিবি। এই স্মার্টফোনটির ৫১২ জিবির সাথে এটি ফ্লাগশিপ লেভেলের। আর এটিই প্রথম স্মার্টফোন REALME এর যেটায় ৫১২ জিবি স্টোরেজ আছে।এর ফলে এটি উপরের কাগজ এবং বাইরের কাগজে দুটিই দেখায়।আর এটার দামও অনেক বেশি। 


আসলে বন্ধুরা এটি সেরা ফ্ল্যাগশিপ লেভেলের। এটার ৪৫০০ mAh এর ব্যাটারি হয়। আবার এই ফোনের ৫০০০ mAh এর ব্যাটারি এবং ৬৫ ওয়াটের চার্জার।এই স্মার্টফোনের চার্জ ৩৩ মিনিটেই ১০০% হয়ে যাবে। আমি এই স্মার্টফোনের পারফরম্যান্স নিয়ে কিছু বলবো না কারণ আপনি চাইলে এই স্মার্টফোনের সাহায্যে প্লেস্টোরের যেকোনো গেম ডাউনলোড করতে পারবেন এবং এটির সাহয্যে হাই গ্রাফিক্সে গেম খেলতেও পারবেন। কারণ এটা টপ নোচ বলে।







•REALME GT 2 PRO CAMERA:


এই যে GT সিরিজটি আছে এটা ক্যামেরার জন্য জনপ্রিয় হয়নি এটা জনপ্রিয় হয়েছে নিজের পারফরম্যান্সের কারণে।আমি বলবো এই স্মার্টফোনটিকে অলরাউন্ড ফ্লাগশিপ ফোন। 



স্মার্টফোনটির পেছনে তাকালেই আপনারা দেখতে পারবেন যে এটির মেইন ক্যামেরা ৫০ এমপি যেটা SONY IMX 766 এর। দ্বিতীয় যে ক্যামেরাটি রয়েছে সেটি ৫০ এমপি এর যা আল্ট্রাওয়াইড।আর তৃতীয় যে ক্যামেরাটি আছে সেটি ৩ এমপি এর মাইক্রোস্কোপিক ক্যামেরা।এ স্মার্টফোনের প্রাইমারি সেন্সরের মাধ্যমে ছবি তুললে ন্যাচারালি যেটা দেখায় নরমালে ছবি তুললে একই রকম দেখায় এবং এটির রং এবং ডায়নামিক রেঞ্জও খুব ভালো।এটির নরমাল FOV হচ্ছে ১১৫°।কিন্তু এটির একটি ফিস আই মোড আছে যার সাহায্যে আমি চাইলে ১৫০° তেও ছবি তুলতে পারবো।এই ফোনের সেলফি সেন্সর হচ্ছে ৩২ এমপি।এই সেলফি সেন্সরটি মোবাইলের বাম পাশে আছে।


ভিডিও নিয়ে কথা বললে এর সাহায্যে আমি ভিডিও করতে চাইলে ভিডিওটি করা যাবে 8k এবং 24 fps, 4k এবং 60 fps যা রিয়ার ক্যামেরার সাথে।আর ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে 1080p পর্যন্ত ভিডিও শুট করা যায়।এটাই লেটেস্ট 5.2 ব্লটুথ আছে এবং ওয়াইফাই 6 এবং এটি 5G ফোন।






•REALME GT 2 PRO MULTIMEDIA:


এই ফোনের মাধ্যমে ভিডিও দেখতে খুব ভালো দেখায়।এটিতে ফ্লাগশিপ কোয়ালিটির প্যানেলও আছে।এর সাহায্যে ভিডিওর কালার অনেক সুন্দর দেখায়।আপনি যদি স্পিকার গ্রিল না পান তাহলে এর এ্যারপিসের মধ্যে স্পিকার আছে আবার নিচেও স্পিকার গ্রিল আছে।এর সাউন্ড জোরে বাজে এবং কোয়ালিটিও ভালো।


•REALME GT 2 PRO PERFORMANCE:


এটা হচ্ছে REALME UI 3.0 যেটা তৈরি করা হয়েছে Android 12 এর নির্ভর করে। এটি প্রথম ফোন যেটাই ১০০০ স্পর্শ স্যাম্পলিং রেট TSR এবং ১২০ Hz রিফ্রেশ রেট আছে।আর এটি আমি গেমিং করার সময় খেয়াল করেছি।



আজকে এই পর্যন্তই।আল্লাহ হাফেজ।