-->

শীর্ষ 10 টি সেরা স্মার্টফোন যা 2022 ফেব্রুয়ারিতে বের হবে

 ফেব্রুয়ারির সেরা ১০ টি স্মার্টফোন ২০২২

এই বছরের জানুয়ারি মাসটা অনেক মজাদার ছিল। পরের মাস নিয়ে কথা বললে  বলা যায় ফেব্রুয়ারীতে নতুন পঁচিশটা ফোন লঞ্চ হতে চলেছে।আমি ইন্ডিয়ার কথা বলছি।আজকে আমি এই পঁচিশটি ফোনের মধ্যে বাছাই করে শীর্ষ 10 টি সেরা স্মার্টফোন  যা 2022 ফেব্রুয়ারিতে বের হবে  নিয়ে তা কথা বলবো। এই আর্টিকেলটা আগের তুলনায় একটু বড় হবে। তো এবার শুরু করা যাক।







•SAMSUNG GALAXY S22 SERIES:


এই ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে এটি বের হবে। এটি টাইপে আসবে। 

প্রথমটি হচ্ছে:SAMSUNG GALAXY S22। দ্বিতীয়টি হচ্ছে:SAMSUNG GALAXY S22 PLUS
তৃতীয় টি হচ্ছে:SAMSUNG GALAXY S22 ULTRA

স্পেসিফিকেশন-

SoC: Exynos 2200

CAMERA:108 Mega Pixel Squad Camera

এই স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বের হতে চলেছে।

এই মাসটি আসলেই অনেক কাজের মাস বলা যায়।এই মাসে খালি ফোন আর ফোন বের হবে।যেনো মনে হচ্ছে ফোনের বৃষ্টি।

SAMSUNG GALAXY M33 5G:

বন্ধুরা Samsung এর M সিরিজের নতুন একটি ফোন এই ফেব্রুয়ারি মাসে আসবে।সেই ফোনটির নাম হচ্ছে SAMSUNG GALAXY M33 5G।এই ফোনটি 5G এর জন্য তৈরি করা হয়েছে।

স্পেসিফিকেশন-

DISPLAY:6.46" FHD+ Amoled

SoC: Exynos 1200

এই ফোনটি ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে লঞ্চ হতে চলেছে।এটা আমার মনে হচ্ছে এই সময় আসবে কিন্তু এটা যদি একটু দেরিতে আসতে পারে মনে হচ্ছে। এটা আমি জোর দিয়ে বলতে পারি এটা এই কয়েক মাসের মধ্যে আসবেই ইন্ডিয়ায়।





•OPPO RENO 7 SERIES:

এই স্মার্টফোনটি পাওয়ার জন্য আমি অনেক আগ্রহী।OPPO RENO 7 আর OPPO RENO 7 PRO এই দুইটাই আসবে এই বছরে।প্রত্যেকবারের মতো এই ফোনটি ক্যামেরা ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। বলা যাচ্ছে যে সেলফি তোলার যে ক্যামেরা রয়েছে সেটিতে বিশ্বের দ্রুতগামি SONY IMX 709 SENSOR লাগানো হয়েছে।এই ফোনটিতে অনেক ডিজাইন থাকবে এবার যাতে সুন্দর লাগে সবার কাছে।

স্পেসিফিকেশন-

DISPLAY:6.43" 90 Hz Amoled

PRICE:OPPO RENO 7 হবে ত্রিশ হাজার রুপির নিচে।আর OPPO RENO 7 PRO হবে চল্লিশ হাজার থেকে বেয়াল্লিশ হাজার রুপির মধ্যে।

CAMERA: SONY  IMX 709 SENSOR IN SELFIE CAMERA

এ স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ হতে চলেছে। এটাই সবচেয়ে খুশির খবর যে এত ভালো ফোন এত অসাধারন ক্যামেরার একটি ফোন এত তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ যেটা রয়েছে সেই সপ্তাহে এক দিনেই হয়তো দুই থেকে তিনটি ফোন আসতে পারে।






•VIVO T SERIES:

বন্ধুরা ভিভোর এই সিরিজটি একবার নতুন
একটি সিরিজ যাবে হতে চলেছে ফেব্রুয়ারি মাসে।আর এই স্মার্টফোনটির দাম পনেরো হাজার থেকে বিশ হাজার রুপির মধ্যে হবে।এই সিরিজটা শুধুমাত্র হচ্ছে অনলাইনের জন্য লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে যে এটা 
ফাইভ-জি ডিভাইস হতে পারে।এটার মধ্যে থাকা ডিসপ্লেতে FHD AMOLED কিনা বলা যাচ্ছে না এখন।

স্পেসিফিকেশন-

DISPLAY:120Hz FHD+ Display

BATTERY:5000 mAh

CAMERA: Triple Rear Camera Setup

EXPECTED PRICE:সতেরো হাজার রুপি থেকে আঠেরো হাজার রুপি পর্যন্ত।

এ স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। এ স্মার্টফোনটি চার্জার অনেক ভালো ফাস্ট চার্জার। ডিসপ্লেও ভাল বলা যায়।






•iQOOO9 SERIES:

এর পর আসছে একটি বড় সিরিজ।এই সিরিজের তিনটি ফোন আসতে চলেছে।

প্রথমটি হচ্ছে:iQOOO9 

দ্বিতীয়টি হচ্ছে:iQOOO9 PRO

তৃতীয়টি হচ্ছে:iQOOO9 SE


স্পেসিফিকেশন-

SoC: Snapdragon  8 Gen 1

CAMERA: Gimbal Stabilization

এ স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটি স্পেসিফিকেশন অনেক ভালো হবে। কিন্তু এই স্মার্টফোনের সিরিজের দাম কি হবে সেটা আমি এখনও নিশ্চিত ভাবে বলতে পারছি না। সাধারণত এই iQOOO ধরনের ফোনের দাম বেশি হয়ে থাকে।আমার মনে হচ্ছে না যে দামের তেমন কোনো পরিবর্তন হবে হতে পারে দাম আরো বাড়তে পারে।







•MOTO EDGE X30 5G:

এরপর আরেকটি নতুন স্মার্টফোন বের হতে চলেছে যা একেবারে ফ্লাগশিপ লেভেলের। এটি লঞ্চ হতে চলেছে মটোরোলা থেকে। মটোরোলা এখন ইন্ডিয়ান মার্কেটে আক্রমণাত্মক হয়ে উঠেছে।এটি একটি ফাইভ-জি ইন্টারনেট মোবাইল। এতে রয়েছে অসাধারণ ডিসপ্লে, অসাধারণ ব্যাটারি এবং অসাধারণ ক্যামেরা।
বাংলা গ্রাফিক্স - বাংলা গ্রাফিক্স এর নতুন দুনিয়া



স্পেসিফিকেশন-

DISPLAY:144Hz IPS LCD

CAMERA: Triple Camera Setup

SoC: Snapdragon 8 Gen 1

EXPECTED PRICE:পঁয়ত্রিশ হাজার রুপি থেকে সাঁইত্রিশ হাজার রুপির মধ্যে।

এ স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বের হয়ে যাবে।







•ONEPLUS NORD 2 CE 5G:

ওয়ানপ্লাসও তাদের একটি নতুন ফোন বের করছে এই স্মার্টফোনটির দাম মনে হচ্ছে সেরকম বেশি হবে না।

স্পেসিফিকেশন-

DISPLAY:6.43" 90Hz Amoled

CAMERA: Triple Camera Setup

EXPECTED PRICE: পঁচিশ হাজার রুপি থেকে ত্রিশ হাজার রুপির মধ্যে।

SoC: Density 900


এ স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসের মাঝখানে বের হয়ে যেতে পারে। নিশ্চিত না যে ফেব্রুয়ারি প্রথম দিকে আসবে না মাঝখানে। কিন্তু একটা কথা নিশ্চিত যে ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই এই স্মার্টফোনটি এসে পড়বে।






•REALME 9 PRO SERIES:

এই স্মার্টফোনটিও ফেব্রুয়ারীতে লঞ্চ হতে চলেছে।স্মার্টফোনের জন্য অনেকেই বসে আছে কারণ এই স্মার্টফোনের আগের যে সিরিজ গুলো ছিল সেগুলো মানুষের কাছে অনেক ভালো লেগেছে।এই স্মার্টফোনটি দুটি ধরনের পাওয়া যাবে। দুটি স্মার্টফোনই ফাইভ-জি ইন্টারনেটের সিস্টেমে তৈরি করা হয়েছে। এ স্মার্টফোনটির এমোলেড ডিসপ্লে আসতে চলেছে।

প্রথমটি হচ্ছে:REALME 9 PRO

দ্বিতীয়টি হচ্ছে:REALME 9 PRO+

স্পেসিফিকেশন-

DISPLAY:6.43" FHD+ Amoled

CAMERA:50 MP+8 MP+2 MP

SoC: Density 920

BATTERY:4500 mAh






•REDMI NOTE 11 SERIES:

এখন আমরা যে ফোনটা নিয়ে কথা বলব সেটি শাওমি নয় এটি হচ্ছে রেডমির একটি ফোন। ভাবেন এই মাসে কত কত ফোনের সিরিজ বের হয়েছে এবং প্রত্যেকটি ফোনই ভালো মানের। REDMI NOTE 11 এর দুটি ফোন লঞ্চ হবে। কিন্তু কোন দুটি আমি এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না।

স্পেসিফিকেশন-

DISPLAY:120Hz Amoled

CAMERA: Triple And Quad Cameras

BATTERY:5000 mAh

SoC: Dimensity Processors

এ স্মার্টফোনটি শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিক দিয়ে লঞ্চ হবে।আমি এটাও নিশ্চিত নই যে এটা ফোর-জি হবে না ফাইভ-জি হবে।কিন্তু ফাইভ-জি গ্রুপ আমার বেশি নিশ্চয়তা রয়েছে কারণ এইটার প্রসেসরও Dimensity Processors এ হচ্ছে।






•POCO M4 / X4 SERIES:

এই POCO ফোনটি শাওমির আরেকটি স্বাধীন ব্র্যান্ড। এই মাসে এই দুটি ফোনের সিরিজের মধ্যে যেকোনো একটি সিরিজ নিশ্চিত বের হবে।

স্পেসিফিকেশন-

DISPLAY:90Hz Refresh Rate

SoC:Dimensity 810 5G

এ স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লঞ্চ হতে চলেছে আর এ স্মার্টফোনটি ব্যাটারি চার্জার দিবে সে চার্জারটি ৩৩ ওয়াটের চার্জার হতে চলেছে যা খুব দ্রুতগতির।






•REDMI K50 SERIES:

কিছু কিছু ফোন চায়না তো লঞ্চ হতে চলেছে যা কিছুদিন পর ইন্ডিয়ায় এসে পড়বে। এটাও সেরকম একটি ফোন। এটাও চায়না থেকে নিয়ে আসা হবে।এই সিরিজের চারটি ধরনের মোবাইল আছে যা চায়নায় লঞ্চ হতে চলেছে।

|REDMI K50 SoC: Snapdragon 870

||REDMI K50 GAMING SoC: Snapdragon 8 Gen 1

|||REDMI K50 PRO SoC:Dimensity 8000

||||REDMI K50 PRO+ SoC:Dimensity 9000


এ স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় অথবা চতুর্থ সপ্তাহে লঞ্চ হতে পারে। এমনকি ফেব্রুয়ারি মাসের শেষের দিক দিয়েও লঞ্চ হতে পারে। হয়তো মার্চ-এপ্রিলের দিকে ইন্ডিয়ায় ফোনগুলো আসতে পারে।এটা একটা কথা সত্যি কি নিশ্চিত যে এটা চায়না লঞ্চ হতে চলেছে। তারপর গিয়ে এটা ইন্ডিয়ায় আসবে আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে।





তো বন্ধুরা আপনাদের এতগুলো ফোনের মধ্যে কোন ফোনটি ভালো লেগেছে বেশি।
এটা আপনারা আমাদের কমেন্ট সেকশনে বলবেন দয়া করে। আজকের আর্টিকেলটি এই পর্যন্তই ছিল আপনাদের পড়ার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভাল লেগেছে। সবাইকে আল্লাহ হাফেজ আমি এখানেই শেষ করছি।